দর্পণ ডেস্ক : অরুণ চৌধুরীর প্রথম চলচ্চিত্র ’আলতা বানু’ । ছবিটির সাফল্যের পর এবার দ্বিতীয় ছবি নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন এ পরিচালক। প্রস্তুতিও প্রায় শেষের পর্যায়ে। ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে ’চেহারা’ বা ‘সুরৎ’ এ দুইটির যে কোন একটি হবে বলে জানিয়েছেন নির্মাতা।
ছবিটিতে একটি মেয়ের কণ্ঠশিল্পী হয়ে ওঠার গল্প থাকবে। যাতে প্রধান চারটি চরিত্রে অভিনয় করবেন ’স্বপ্নজ্বাল’ ছবির নায়ক ইয়াশ, রোহান নুসরাত ইমরোজ তিশা, ফজলুল রহমাবন বাবু ও চম্পা। পরিচালক জানিয়েছেন, প্রাথমিকভাবে এ তারকা শিল্পীদের সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে। এখন চুক্তিবদ্ধ হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে।
নতুন ছবি নিয়ে অরুণ চৌধুরী বলেন, ‘ আলতা বানু ছবিটির জন্য আমি সব মহল থেকে প্রশংসা পেয়েছি। তাই দায়বদ্ধতা ও দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে নতুন চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। সব কিছু ভালোভাবে যাচাই-বাছাই করে পর্যাপ্ত সময় নিয়েই চলচ্চিত্রটি নির্মাণ করব। ছবিটির গানগুলো নিয়ে ভারতে যাচ্ছি। ডিসেম্বর থেকেই শুটিং শুরু করব।’