দর্পণ ডেস্ক :
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা জানিয়েছেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশন (ইসি) প্রতিজ্ঞাবদ্ধ।
দু’দিনব্যাপী সার্ক অঞ্চলের নির্বাচন কমিশন (ইসি) নিয়ে গঠিত ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া’র (ফেমবোসা) বুধবার থেকে শুরু হওয়া নবম সম্মেলনে তিনি একথা বলেন।
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী সম্মলনের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সামনে একাদশ জাতীয় নির্বাচন। শক্তিশালী গণতন্ত্র চর্চায় আরপিও ও সংবিধান অনুযায়ী নির্বাচন আয়োজন করতে বাংলাদেশের নির্বাচন কমিশন দায়বদ্ধ।