দর্পণ ডেস্ক :  কখনও মানষী ছিল্লর আবার কখনও ঊর্বশী রওতেলার সঙ্গে দেখা যাচ্ছে আহান পান্ডেকে। আর তাতেই শুরু হয়েছে গুঞ্জন। এই মুহূর্তে বলিউডের অন্যতম আলোচিত স্টার-কিড, চাঙ্কি পান্ডের ভাইপো আহান পান্ডে।

প্রাক্তন মিস ইন্ডিয়া ঊর্বশী রওতেলার সঙ্গে দেখা যায় আহান পান্ডেকে। ঊর্বশীর সঙ্গে নাকি ‘কফি ডেটে’ গিয়েছেন আহান। কিন্তু, পাপারাজ্জিকে দেখেই সেখান থেকে দ্রুত সরে যান ঊর্বশী। কোনওভাবেই যাতে তাঁকে আহানের সঙ্গে ক্যামেরাবন্দি করা না হয়, তারজন্য জোর চেষ্টা শুরু করেন ঊর্বশী। যদিও, পাপারাজ্জির নিকট শেষ পর্যন্ত ক্যামেরার সামনে একবার পোজ দিতে দেখা যায় বলিউডের এই অভিনেত্রীকে।

ঊর্বশীকে জুহুর একটি রেস্তোরাঁয় আহানের সঙ্গে দেখা যায় । লাল টিশার্টের সঙ্গে নীল জিন্স পরে ওই রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায় ঊর্বশীকে। আর এরপরই ক্যামেরা দেখে সেখান থেকে চটপট সরে যান বলিউডের এই অভিনেত্রী। প্রসঙ্গত, এর আগে ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান ঊর্বশী। তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। ঊর্বশীর সঙ্গে বিচ্ছেদের পর এষা গুপ্তার সঙ্গে নাকি সম্পর্ক জড়ান হার্দিক পান্ডিয়া।