দর্পণ ডেস্ক :
জুভেন্তাসের জার্সিতে দুই ম্যাচে ১৪টি শট নিয়েও গোলের দেখা পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মধ্যেই নতুন দায়িত্ব উঠলো পর্তুগিজ তারকার কাঁধে। এখন থেকে জুভিদের ফ্রি-কিক নেয়ার প্রথম পছন্দ রোনালদো। দলের বসনিয়া মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ বিষয়টি নিশ্চিত করেন। গত মৌসুমে পিজানিক ও পাউলো দিবালা নিয়মিত ফ্রি-কিক নিতেন। পিয়ানিচ বলেন, ‘ক্রিশ্চিয়ানো এখন এখানে। সে এমন একজন খেলোয়াড় যে গত কয়েক বছর ধরে ফুটবল বিশ্বে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। প্রথমে আমি অথবা দিবালা ফ্রি-কিক অনুশীলন করতাম। এখন এর ১০০% দায়িত্ব রোনালদোর ওপর। সে চমৎকার ফ্রি-কিক নেয়।’ গত মাসে ৯ বছরের রিয়াল মাদ্রিদ অধ্যায়ের ইতি টেনে তুরিনে পাড়ি জমান সিআর সেভেন। রিয়ালের হয়ে গোলের বন্যা বইয়ে দিলেও সেটপিসে বেশি সুবিধা করতে পারেননি তিনি। ২০১২ সালের পর থেকে ফ্রি-কিকে মাত্র ১১ বার জালের দেখা পান রোনালদো। এ ছয় বছরে ফ্রি-কিকে সব মিলিয়ে ১৭০ বারের প্রচেষ্টায় গোলের হার মাত্র ৬%। পিজানিক ও আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালার সাফল্য রোনালদোর চেয়ে বেশি। ১০৫টি ফ্রি-কিক নিয়ে ১৪টি গোলে রূপ দেন পিজানিক।
দিবালা ৪৯টি ফ্রি-কিক থেকে ৯ গোল আদায় করেন। আগামী রোববার পরবর্তী লীগ ম্যাচে পারমার মাঠে নামবে টানা সাতবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। রোনালদো দ্রুতই গোল পাবেন বলে আশাবাদী পিজানিক। রােনালদোকে পেয়ে আমরা খুবই খুশি। তার কাছ থেকে আমরা কেবল শিখতেই পারি। আশা করছি সে আমাদের সঙ্গে স্বাচ্ছন্দ্য (গোল পাওয়ার প্রসঙ্গে) বোধ করবে।’

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.