দর্পণ ডেস্ক :
বার্সেলোনার তারকা ফুটবলার জেরার্ড পিকে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৬ মাসের জেল-জরিমানার মুখোমুখি । শুক্রবার দুপুরের পর গাড়ি নিয়ে বার্সেলোনার রাস্তায় বের হন তিনি। আর পিকে পড়ে যান ট্রাফিক পুলিশের রুটিন চেকের সামনে। পুলিশ গাড়ি থামিয়ে কাগজপত্র দেখাতে বলেন। সেখানেই দেখা গেল, ড্রাইভিং লাইসেন্স নেই পিকের। সঙ্গে সঙ্গে মামলা দিয়ে দিলেন ট্রাফিক পুলিশ।
স্পেনের আইনে ড্রাইভিং লাইসেন্সধারী প্রত্যেককে দেয়া হয় ১২ পয়েন্ট। আর প্রত্যেক অপরাধে পয়েন্ট কাটা হয়। যদি পয়েন্ট পুরোপুরি শূন্য হয়ে যায়, তাহলে কোনো ড্রাইভারকে গাড়ি নিয়ে রাস্তায়ই নামতে দেয় না পুলিশ। এক্ষেত্রে ট্রাফিক হেডকোয়ার্টারে ২৪ ঘণ্টার একটি পরীক্ষা দিয়ে আসতে হয় তাদের। স্পেনের রেডিও স্টেশন কাদেনা সার তাদের এক রিপোর্টে জানায়, ট্রাফিক অফিসাররা পিকের কাগজপত্র চেক করে দেখেন যে কোনো পয়েন্টই নেই পিকের। স্পেনে এটা মারাত্মক ক্রিমিনাল অপরাধ। দেশটির আইনে বলা আছে, এই অপরাধের জন্য অন্তত ৬ মাসের জেল কিংবা ৫৩৭০ পাউন্ড (প্রায় ৬ লাখ টাকা) জরিমানা দিতে হবে। জেরার্ড পিকের এমন ঘটনা নতুন নয়। গত বছর গতিসীমা ভাঙার অপরাধে শাস্তির মুখোমুখি হন পিকে। ২০১৪ সালে এক ট্রাফিক অফিসারের সঙ্গে বিবাদে জড়িয়ে ৯৪০০ পাউন্ড (প্রায় সাড়ে ১০ লাখ টাকা) জরিমানা গোনেন তিনি। এর তিন বছর আগেও রাস্তায় গাড়ি নিয়ে আরো এক অপরাধে শাস্তি পেয়েছিলেন পিকে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.