দর্পণ ডেস্ক :
সংযুক্ত আরব আমিরাতে এ মাসের ১৫ তারিখে বসবে এশিয়া কাপের আসর। তাতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দিয়েছে দেশটির টিম ম্যানেজমেন্ট। কোহলির বদলে রোহিত শর্মার নেতৃত্বে এশিয়া কাপ খেলবে তারা।
কোহলি এবং তার দল বর্তমানে ইংল্যান্ড সফরে আছে। তাকে ছাড়াও অবশ্য শক্ত দল গঠন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। শনিবার ঘোষিত ভারতের ১৬ সদস্যের দলে নতুন মুখ খলিল আহমেদ।
বর্তমান ভারতীয় দল প্রায় আড়াই মাসের ইংল্যান্ড সফর করছে। তাই এশিয়া কাপে কোহলি বিশ্রাম পেতে পারেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম আগেই ইঙ্গিত করেছিল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট শেষ হবে ১১ সেপ্টেম্বর। এর চার দিন বাদেই বসবে এশিয়া কাপের আসর।
ইংল্যান্ড সফরের আগে ইনজুরিতে ছিলেন কোহলি। এছাড়া ইংল্যান্ড গিয়ে পিঠের চোটেও পড়েন তিনি। দলের সেরা তারকাকে নিয়ে তাই ভারতের সর্তকতা। ভারতীয় ক্রিকেট বোর্ড তার ব্যাপারে জানিয়েছে, কোহলিকে টানা খেলার চাপের কথা ভেবেই বিশ্রাম দেয়া হয়েছে। তিন সংস্করণেই খেলছে এমন কিছু ক্রিকেটার নিয়ে আমাদের আলাদা করে ভাবতে হবে।
তবে কোহলি না থাকলেও রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, দিনেশ কার্তিকদের নিয়ে এশিয়া কাপ সামাল দিতে ভারতের খুব সমস্যা হওয়ার কথা নয়।
এশিয়া কাপে ভারতের দল : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, আম্বাতি রাইড়ু, মানিশ পান্ডে, কেদার যাদব, মাহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আকসার প্যাটেল, শারদুল ঠাকুর, খলিল আহমেদ, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.