দর্পণ ডেস্ক :
প্রায় এক বছর পর দলে ফিরেছেন পেসার লাথিস মালিঙ্গা। এর আগে সর্বশেষ ২০১৭ সালের সেপ্টেম্বরে শ্রীলংকার দলে ছিলেন তিনি। দেশটির ঘরোয়া ক্রিকেটে ভালো করায় ৩৫ বছর বয়সী এই পেসার দলে জায়গা পেয়েছেন।
শনিবার শ্রীলংকার ১৬ সদস্যের দলে ফিরেছেন ধানুশকা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা এবং পেসার দুশমন্ত চামিরা। আগামী ১৫ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে চলবে এশিয়া কাপের আসর। বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ দিয়ে ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ হবে।
দক্ষিণ আফ্রিকা সফরে দলের শৃঙ্খলা ভাঙায় ধানুশকা গুনাথিলাকাকে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে নিষেধাজ্ঞা দেয়া হয়। তিনি দলে ফিরেছেন। ২০১৭ সালের এপ্রিলে সর্বশেষ শ্রীলংকা দলে থাকা স্পিনার দিলরুয়ান পেরেরা ফিরেছেন দলে। চলতি বছরের এপ্রিলে দল থেকে বাদ পড়ার পর আবার দলে ফিরেছেন পেসার দুশমন্ত চামিরা।
শ্রীলংকার এশিয়া কাপের দল : অ্যাঞ্জেল ম্যাথিউস (অধিনায়ক), কুশল মেন্ডিস, কুশল পেরেরা, উপুল থারাঙ্গা, দিনেশ চান্দিমাল, ধানুশকা গুনাথিলাকা, থিসারা পেরেরা, দাশুন সানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনাঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, আমিলা আপোনসো, কাশুন রাজিথা, সুরঙ্গ লাকমাল, দুশমন্ত চামিরা, লাথিস মালিঙ্গা।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.