দর্পণ ডেস্ক:
বিএনপির সিনিয়র নেতারা ঈদের দিন বুধবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, বিএনপির সিনিয়র নেতারা বেলা সাড়ে ১১টায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরস্থ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত করবেন। এরপর কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে যাবেন।