অনলাইন ডেস্ক : ঈদ ভাবনা নিয়ে জানতে চাইলে এভাবেই নিজের অভিব্যক্তির কথা জানালেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি।
‘যতদিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দেব। চলচ্চিত্রের অসচ্ছল সহশিল্পীদের মাঝে মাংস বিতরণ করবো।’
গত বছরও এফডিসিতে দুটি গরু কোরবানি দেন তিনি। শুধু তাই নয়, ঈদের দিন সহশিল্পীদেরদের সঙ্গে উদযাপন করেছেন, নিজ হাতে সবাইকে মাংস বিতরণ করেছেন। ২০১৬ সালে এফডিসিতে কোরবানি দিয়ে সবাইকে চমকে দেন পরীমণি।
জানতে চাইলাম, যতদিন বাঁচবেন ততদিন… মুখের কথা কেড়ে নিয়ে পরীমণি বলেন, দেখুন, তৌফিক দেয়ার মালিক আল্লাহ-তায়ালা। আমি আমার নিয়ত ঠিক করে রেখেছি, আশা করি এটা কখনো বদলাবে না।