অনলাইন ডেস্ক:
একটি কর্মসূচি পালনের জন্য খাগড়াছড়িতে জড়ো হতে থাকা ইউপিডিএফ সদস্যদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ছয় জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত তিন জন। প্রত্যক্ষদর্শী ও ইউপিডিএফের সদস্যরা এই হামলার জন্য জেএসএস ও ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করছেন। জেএসএস অভিযোগ অস্বীকার করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, শনিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি শহরের স্বনির্ভর বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পাহাড়ি সংগঠন ইউনাটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) লোকজন একটি কর্মসূচি উপলক্ষে জড়ো হচ্ছিলেন। এ সময় অতর্কিতে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। তারা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এ সময় ইউপিডিএফ সদস্য ও সাধারণ লোকজন হতাহত হন। ঘটনার পর খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ছয় জনের লাশ আনা হয়েছে।
ছয়জন নিহতদের মধ্যে তাৎক্ষনিক তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- তপন চাকমা, এল্টন চাকমা ও জিতায়ন চাকমা। এর মধ্যে তপন চাকমা ইউপিডিএফ সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এবং এল্টন চাকমা একই সংগঠনের সহ সম্পাদক। জিতায়ন চাকমা সাধারণ পথচারী।
‘ আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এই হামলা হয়ে থাকতে পারে, প্রত্যক্ষদর্শীরা বলছেন ইউপিডিএফের প্রতিপক্ষ জেএসএস ও ইউপিডিএফ গণতান্ত্রিকের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। তবে তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে। ।’ খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খান একথা জানান।