দর্পণ স্পাের্টস ডেস্ক
টেলিভিশনে নয়, এবার হয়তো শুধু ফেসবুকে দেখা যাবে স্প্যানিশ লা লিগার খেলাগুলো। শুক্রবার থেকে শুরু হচ্ছে লা লিগার নতুন মৌসুম। আর এবারের লা লিগার ভারতীয় উপমহাদেশের সম্প্রচার স্বত্ব কিনেছে সামাজিক মাধ্যম ‘ফেসবুক’। বাংলাদেশসহ উপমহাদেশের ৮ দেশের জন্য লা লিগার সঙ্গে বিশেষ এক চুক্তি করেছে এই সামাজিক নেটওয়ার্ক। চুক্তির মেয়াদ ৩ বছরের।
বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান ও আফগানিস্তানের দর্শকরা এখন লা লিগা দেখতে পারবেন শুধু ফেসবুকে। ২০১৪ থেকে স্প্যানাশ লা লিগার সমপ্রচার স্বত্ব ছিল সনি পিকচার্স নেটওয়ার্কের। ৩ কোটি ২০ লাখ ডলার দিয়ে সেটা কিনেছিল সনি গ্রুপ। এবার সেই স্বত্ব কিনে নেয় ফেববুক। তবে আর্থিক লেনদেন ও চুক্তির শর্তাবলি এখনও প্রকাশিত হয়নি। ফেসবুকে বিনামূল্যে সম্প্রচার করা হবে নতুন মৌসুমে লা লিগার ৩৮০ ম্যাচের সবগুলো। গতকাল এক বিবৃতিতে লা লিগার ডিজিটাল স্ট্রাটেজির প্রধান আলফ্রেদাে বেরমেহাে বলেন, ‘ভারতীয় উপমহাদেশের মতো গুরুত্বর্পূণ জায়গায় বিনামূল্যে সেবা দিতে পারবো বলে আমরা সত্যিই খুব খুশি। গত দুই বছর ধরে আমাদের অন্যতম লক্ষ্য ছিল বিশ্বব্যাপী দর্শক বাড়ানো। ফেসবুকের মতো ফ্রি প্লাটফর্মের সঙ্গে যুক্ত হতে পারা আমাদের জন্য গুরুত্বর্পূণ, ভারতে যার (ফেসবুক) ব্যবহারকারীর সংখ্যা ২৭০ মিলিয়ন।
এর আগে লা লিগার খেলাগুলো দেখানোর জন্য কৌশলগত কারণে টেন গ্রুপের চ্যানেলগুলোও কিনে নেয় সনি। কিন্তু এবার সনি টেনের খেলার চ্যানেলগুলো ইতালয়িান লীগ দেখালেও লা লিগার খেলা দেখাবে না। এর আগেই সনি টুইটারে এক প্রশ্নের জবাবে জানিয়েছিল, তারা লা লিগার সম্প্রচার স্বত্ব পায়নি। এ অঞ্চলে দেখা যায় কোনো চ্যানেলও লা লিগার টিভি স্বত্ব পেয়েছে বলে এখন র্পযন্ত খবর আসেনি। স্প্যানিশ লা লিগার খেলা দেখার একমাত্র উপায় তাই সম্ভবত ফেসবুকই। ফেসবুক এখন পর্যন্ত এ ব্যাপারে কিছু জানায়নি। তবে ভারতের কিছু সংবাদমাধ্যম লিখেছে, খেলা দেখার জন্য ‘ফেসবুক ওয়াচ’ নামের একটি অ্যাপ নামাতে হবে। আবার অনেকে বলছেন, ফেসবুক অ্যাপটি থাকলেই হবে। সেখানেই খেলা দেখা যাবে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.