দর্পণ স্পাের্টস ডেস্ক
হার দিয়েই এশিয়ান গেমস মিশন শুরু করলো বাংলাদেশ ফুটবল দল। গতকাল ইন্দোনেশিয়ায় ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৩-০ গোলে হারে লাল-সবুজ জার্সিধারীরা। এশিয়ান গেমসে উজবেকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের তৃতীয় হার। এ নিয়ে টানা তিন এশিয়ান গেমসে উজবেকদের কাছে হার দেখলো বাংলাদেশ। আর কাকতালীয়ভাবে তিন ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে উজবেকদের স্কোর লাইন ৩-০।
এর আগে ২০১০ গুয়াংঝু ও ২০১৪ ইনচিয়নে আগের দুইবারের সাক্ষাতেও ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে উজবেকিস্তান। শক্তির বিচারে দুই দলের মধ্যে বিস্তর তফাৎ। ম্যাচের আগে বাংলাদেশ দলের ইংলিশ কোচ জেমি ডে লড়াকু পারফরম্যান্সের প্রত্যয় ব্যক্ত করেছিলেন। কিন্তু খেলায় আস্থার প্রতিদান দিতে পারেননি জামাল ভূঁইয়া-তপু বর্মণরা। ম্যাচে আরো বেশি ব্যবধানে হারতে পারতো বাংলাদেশ। তবে গ্লাভস হাতে অসাধারণ নৈপুণ্যে সাতটি দুর্দান্ত সেভ করেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। উজবেকিস্তানের বল দখল ৯৪ ভাগ আর বাংলাদেশের মাত্র ৮ ভাগ। সিবিনং শহরের পাকানসারি স্টেডিয়ামে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে উজবেকিস্তান। বিরতির পর ৫৭ ও ৬৬ মিনিটে আরো দুটি গোল করে উজবেকিস্তান। ম্যাচে ফেরা তো দূরে থাক, উজবেকিস্তানের গোলপোস্ট লক্ষ্য করে একটি শটও নিতে পারেনি জেমি ডে’র শিষ্যরা। বল দখল আর আক্রমণাত্মক ফুটবলে পরিষ্কার আধিপত্য দেখায় উজবেকিস্তান।
এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশ কখনোই গ্রুপ পর্ব টপকাতে পারেনি। আগামীকাল একই ভেন্যুতে নিজেদের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে বিকাল ৩টায়। ১৯ আগস্ট সন্ধ্যা ৬টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচ কাতারের বিপক্ষে। গ্রুপ পর্বের প্রতিপক্ষদের সমীহ করলেও ভালো খেলার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ কোচ জেমি ডে। র্টুনামন্টে শুরুর আগে তিনি বলেন, ‘আমি এর আগেও বলেছি আমাদের সেরাটা দিতে হবে। গ্রুপের তিন প্রতিপক্ষই র্দুদান্ত। আশা করছি ট্রেনিংয়ে ছেলেরা যেভাবে হার না মানার মানসিকতা দেখিয়েছে সেই পারফরম্যান্স প্রর্দশন করবে।