দর্পণ আন্তর্জাতিক ডেস্ক :
উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আমেরিকা কখনোই বিশ্বস্ত নয়, তাদের কোন প্রকারে বিশ্বাস করা যায় না। খবর রয়টার্সের।
আমেরিকা কয়েকদিন আগে ইরানের বিরুদ্ধে সকল ধরনের বাণিজ্যিক সম্পর্কে নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞা আরোপের পর উত্তর কোরিয়ার উচ্চপর্যায়ের একজন কূটনীতিবিদ ইরান সফর করেন।
ইরানি প্রসিডেন্ট রুহানি বলেন, আমেরিকা প্রশাসন কয়েক বছর ধরে বেঈমানি করে যাচ্ছে। তাদের কোনোভাবে বিশ্বাস করা যায় না।
তিনি উত্তর কোরিয়া ও মিত্র দেশগুলোর উদ্দেশে বলেন, এ সময় বন্ধু রাষ্ট্রগুলোর আমাদের পাশে থাকা দরকার। আমরা আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর পাশে সব সময় আছি।
ইরানের উচ্চপর্যায়ের নেতা আয়াতুল্লাহ আলি খোমেনি বলেন, আমেরিকার নিষেধাজ্ঞা আরোপে ভয়ের কিছু নেই। তারা আমাদের কিছুই করতে পারবে না।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.