দর্পণ আন্তর্জাতিক ডেস্ক :
সৌদি আরব কানাডায় জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে। কানাডার সঙ্গে তেল রপ্তানি নিয়ে কোনো প্রতিবন্ধকতা করবে না বলেও জানিয়েছে দেশটি। খবর রয়টার্সের।
সৌদি আরবের জ্বালানি মন্ত্রী খালিদ-আল-ফিলাহ বলেন, কানাডার সঙ্গে আমাদের তেল সরবরাহ নিয়ে দীর্ঘদিনের চুক্তি আছে, সেটা আমরা ভাঙতে পারি না।
সৌদি আরবের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর অভিযোগে কানাডার ওপর অঘোষিত অবরোধ আরোপ করে সৌদি প্রশাসন। গেল কয়েক দিনে একের পর এক বাণিজ্যিক সম্পর্কের ইতিও টানছিল তারা।
সর্বশেষ গতকাল সৌদি আরব ঘোষণা করে কানাডা থেকে কোন ধরনের চিকিৎসা সেবা নিতে পারবে না সৌদি নাগরিকরা। সে অনুযায়ী কানাডায় থাকা সৌদি রোগীদের সরিয়ে নেয়াও শুরু হয়।
এদিকে কানাডা সৌদি আরবের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে মিত্র দেশগুলোর সঙ্গে যােগাযোগ করছে।