অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এ কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আলী প্রমুখ।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলায় ৪ লাখ ৬৭ হাজার ৫৭ জন নাগরিক আগামী ৯ ডিসেম্বরের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাবেন। লক্ষ্মীপুর পৌরসভা ও সদরের ২১টি ইউনিয়নের ৩৪টি কেন্দ্রে এসব স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
প্রত্যেক ভোটারের দুই হাতের ১০ আঙ্গুলের ছাপ এবং দুই ছোখের আইরিশ ইমেজ প্রদান করতে হবে। পুরাতন পরিচয়পত্র জমা দিতে হবে। যারা এখনো জাতীয় পরিচয়পত্র পাননি তারা মূল নিবন্ধন স্লিপ সঙ্গে নিয়ে আসতে হবে।