দর্পণ বিনোদন ডেস্ক :
আরবাজ খান ও মালাইকা আরোরা এখন দুই ঠিকানার বাসিন্দা। বহু পানি ঘোলা করার পর অবশেষে আরবাজের সঙ্গে দাম্পত্য সর্ম্পকের ইতি টানেন মালাইকা। বিচ্ছেদের পর ছেলে আরহানকে নিয়ে ইতোমধ্যেই খান বাড়ি ছেড়েছেন তিনি। কিন্তু মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর এবার নতুন করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আরবাজ খান। বিভিন্ন গণমাধ্যমের খবর, এবার এক বিদেশি নারীর সঙ্গে গাঁটছড়া বাধতে চলেছেন এ অভিনেতা। জর্জিয়া এন্দ্রিয়ানি নামের সেই নারীর সঙ্গে প্রায়ই দেখা যাচ্ছে আরবাজ খানকে।
ছেলে আরহানকে সঙ্গে নিয়েও জর্জিয়ার সঙ্গে ডিনার ডেট থেকে বের হতে দেখা যায় তাকে। বিষয়টি নিয়ে আরবাজ খান কোনোরকম মন্তব্য না করলেও এবার শোনা যাচ্ছে অন্য খবর। জানা গেছে, এবার সেই জর্জিয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চাইছেন আরবাজ। সালমান-আরবাজ খানের বোন অর্পিতা খান শর্মার জন্মদিনের পার্টিেতেও দেখা যায় জর্জিয়াকে। পাশাপাশি মাঝে মধ্যে খান বাড়িতেও দেখা মিলেছে জর্জিয়ার। সেই সঙ্গে গত ৪ অাগস্ট আরবাজ খানের জন্মদিনেও শুভেচ্ছা জানান জর্জিয়া এবং তাকে ‘রকস্টার’ বলেও উল্লেখ করেন এই মডেল। সবকিছু মিলিয়ে জর্জিয়ার সঙ্গে আরবাজ খানের সর্ম্পক নিয়ে বেশ কিছুদিন ধরেই জোর গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, খান বাড়ির তরফ থেকে নাকি ইতিমধ্যেই আরবাজ এবং র্জজয়িার সর্ম্পকে সিলমোহর দেয়া হয়েছে। আর সেই কারণেই দ্রুত বিয়ে করারও পরিকল্পনা করছেন তারা।