অনলাইন ডেস্ক : কপিরাইট মামলায় জেলখানায় কণ্ঠশিল্পী কাজী শুভ। কিছুটা অবাক হচ্ছেন নিশ্চয়। না তিনি সত্যিই কোনো জেলখানায় নয়। এটি একটি নাটকের দৃশ্য। এই প্রথম কোনো নাটকে অভিনয় করলেন তিনি। নাম ‘লাল দালান’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। কয়েদির পোশাকে কাজী শুভ বললেন, ‘এটা আমার প্রথম অভিনয়। মজার বিষয় হলো এখানে আমি অভিনয় করেছি সংগীতশিল্পী কাজী শুভর চরিত্রেই। গল্পে দেখা যাবে, কপিরাইট মামলায় কারাবরণ করি। কাজটি করে বেশ মজা পেয়েছি।’ জানা যায়, এটি সাত পর্বের ধারাবাহিক। ঈদে প্রচার হবে বৈশাখী টিভিতে। নাটকটি প্রসঙ্গে আদিবাসী মিজান বললেন. ‘গত সপ্তাহে উত্তরায় সেট ফেলে এর দৃশ্য ধারণ হয়েছে। পুরো সেট হয়েছে কারাগারের আদলে। অপরাধীদের নিয়ে হলেও এটায় যেমন হাসি আছে তেমনি কিছু বার্তাও আছে।’ নাটকের গল্পে দেখা যাবে- গ্রামে মাঝে মধ্যে হানা দেয় এক ডাকাত। তবে সেটা শুধু বর্ষা মৌসুমে। এ সময় ডাকাতি করতে না পারলে সেই ডাকাতের হাত-পা জ্বালাপোড়া করে। একবার ডাকাতি করতে গিয়ে বিশাল বিপদ হয়ে যায়। ধরা পড়ে সে। অতঃপর থানা পুলিশ, তারপর জেলখানায় যায়। এমন বেশ কয়েকটি অদ্ভুত চরিত্রের গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.