সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধিঃ বাংলাদেশের মহান স্থপতি,বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বরগুনার পাথরঘাটা উপজেলায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে কালমেঘা ইউনিয়নের ছফিলপুরে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালমেঘা ইউনিয়নের সভাপতি সবুজ হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জান্নতুল নাইম।
এসময় আরও উপস্থিত ছিলেন,পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান নাইম,সাবেক ছাত্রনেতা প্রিন্স তালুকদার,কালমেঘা ইউনিয়নের সাধারন সম্পাদক রুম্মান হোসেন প্রমুখ।