দর্পণ বিনোদন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় নায়িকা প্রীতি জিনতা। তবে রুপালি পর্দায় সর্বশষে ২০০৮ সালে তাকে দেখা গেছে ‘হেভেন অন র্আথ’ ছবিতে। যদওি তার এই শেষ ছবিটি একেবারে ফ্লপ। তারপর জনপ্রিয় এই নায়িকা যেন বলিউড থেকে এক প্রকার হারিয়ে যান। তবে ফের সিনেমার পর্দায় ফিরছেন প্রীতি।
তবে বলিউড নয়, প্রীতি ফের অভিনয়ে ফিরছেন ভোজপুরি ছবির হাত ধরে। ‘ভাইয়াজী সুপারহিট’ নামে একটি ভোজপুরি ছবিতে দেখা যাবে প্রীতিকে। প্রীতি ছাড়াও এই ছবিতে দেখা যাবে সানি দেওল, আমিশা প্যাটেল, আরসাদ ওয়ারসির মতো অভিনেতাকে। এই ছবিতে স্বপ্না দুবে নামক একটি চরিত্রে দেখা যাবে প্রীতিকে। ছবিটি মুক্তি পাবে এ বছরের ১৯ অক্টোবর। নিজের টুইটার হ্যান্ডেলে ছবির পোস্টার শেয়ার করেছেন প্রীতি।