দর্পণ স্পোর্টস ডেস্ক :
ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির সঙ্গে খেলার সুযোগ পেয়েে দারুণ উজ্জীবিত ও রোমাঞ্চিত আরতুরো ভিদাল। মেসির সঙ্গে খেলা তার জন্য গর্বের বলে জানিয়েছেন এই চিলিয়ান মিডফিল্ডার। গত বোরবার জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ থেকে এফসি বার্সেলোনায় যোগ দেন ভিদাল। সংবাদ মাধ্যমের দাবি, ৩১ বছর বয়সী ভিদালকে দলে টানতে ২ কোটি ইউরো খরচ হচ্ছে কাতালান ক্লাবটির। বার্সেলোনার হয়ে দারুণ একটি মৌসুম খেলে সম্প্রতি ধারে চাইনিজ সুপার লীগের ক্লাব গুয়াংজু এভারগ্রান্দেতে ফিরে গেছেন পাওলিনিয়ো। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের জায়গাতেই ভিদালকে নিয়েছেে লা লিগা চ্যাম্পিয়নরা।
বার্সেলােনার খেলােয়াড় হিসেবে প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের সামনে এসে ভিদাল বলেন, সত্যি বলতে, এখানে আসতে পরেে আমি খুব খুশি। আমি আমার সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে, এমন বিখ্যাত একটা জার্সি পরতে এবং এখানে গুরুত্বর্পূণ কিছু করতে আমি মুখিয়ে আছি। এটা একটা স্বপ্ন। আমার লক্ষ্যগুলো অর্জন করতে পারবো বলে আমি আশাবাদী। সম্ভাব্য সব শিরােপা জিততে আমি এখানে এসেছি। এসব অর্জন করতে মাঠে আমি আমার সবটুকু দিব। মেসিকে সতীর্থ হিসেবে পাওয়া প্রসঙ্গে ভিদাল বলেন, সে অনেক বড় মাপের খেলােয়াড়। তার সঙ্গে খেলা নিয়ে আমি অনেক রোমাঞ্চিত। ২০১৫ সালে ইতালিয়ান ক্লাব জুভেন্তাস থেকে বায়ার্ন মিউনিখে যোগ দেন ভিদাল।