অনলাইন ডেস্ক : কুয়াকাটার আবাসিক হোটেল থেকে ঈশিকা সরকার নামে
অষ্টম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা
পুলিশ। সোমবার শেষ বিকেলে আবাসিক হোটেল সী স্টার থেকে ঈশিকাকে উদ্ধার করা
হয়। এ সময় অপহরণকারী ইয়াসির আরাফাত কানন (২০) নামে এক যুবককে আটক করা
হয়েছে।
ডিবি পুলিশ ও আবাসিক হোটেল সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই সকাল ৭টায়
স্বামী-স্ত্রী পরিচয়ে সী স্টার আবাসিক হোটেলের ৩০২ নম্বর কক্ষে ওঠেন
ঈশিকা ও ইয়াসির আরাফাত কানন। হোটেলের রেজিষ্টার খাতায় ইয়াছিন আরাফাত (২৩)
পিতা-মোঃ হোসেন এবং ফাতেমা আকতার (২০) স্বামী-ইয়াছিন আরাফাত, স্থায়ী
ঠিকানা ময়মনসিংহ লেখা রয়েছে।
আবাসিক হোটেল সী স্টার এর ম্যানেজার মাসুম বিল্লাহ বলেন, এরা দু’জন
হোটেলে ওঠার পর থেকে স্বামী স্ত্রীর মতই চলাফেরা করতে দেখা গেছে। হোটেলে
অবস্থান কালীন সময়ে স্টাফদের সাথে খোলামেলা কথা বলেছেন তারা।
পটুয়াখালী ডিবি পুলিশের ওসি খন্দকার জাকির হোসেন জানান, নেত্রকোনা থানার
অপহরণ মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে ঈশিকা সরকারকে উদ্ধার করা হয়েছে।
অপহরণকারী ইয়াসির আরাফাতকেও আটক করা হয়।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.