দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি: কুয়াকাটায় বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে সবুজ উপকূল-২০১৮ উদযাপিত হয়েছে। সোমবার দুপুরে এ উপলক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেয়াল পত্রিকা প্রদর্শন করে। করা হয় বৃক্ষরোপন। অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বিদ্যালয় অঙ্গনে সহকারী শিক্ষক মাওলানা মাইনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন মাননু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ, কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ শাকায়াত হোসেন, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ। আরও বক্তব্য রাখেন সাংবাদিক আনোয়ার হোসেন আনু, প্রভাষক মোস্তাফিজুর রহমান, শিক্ষার্থী মাহিদা আক্তার নিশা, নুরুন্নাহার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক রুমান ইমতিয়াজ তুষার। উপকূল বাংলাদেশের আয়োজনে কুয়াকাটা ট্যুরিস্ট গাইড, আলোকযাত্রা দলসহ ব্যক্তি যুব সংগঠক আসিকুর রহমান বনি, শামিম হোসেন, কায়সার অনুষ্ঠানের সহযোগিতা করেন। সবুজ উপকূল বিষয়ক এ অনুষ্ঠানে জলবায়ূ পরিবর্তনজনিত কারনে উপকূলীয় বিভিন্ন বিষয় তুলে ধরে চিত্রাঙ্কন, রচনা লিখন, ক্ষুদে সাংবাদিকদের সংবাদ লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীরা উপকূলীয় কুয়াকাটার পরিবেশ-প্রতিবেশসহ আর্থসামাজিক অবস্থা তুলে ধরে সচেতনতামূলক কর্মকান্ড এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে। তাঁরা তাঁদের উপকূলকে বাঁচাতে এখনই সকলকে সচেতনভাবে যার যার জায়গা থেকে অংশগ্রহণের আহ্বান জানান। শিক্ষার্থী মাহিদা আক্তার নিশা তার বক্তব্যে,‘ প্রতিবছর জলবায়ূর পরিবর্তনজনিত কারনে সমুদ্রের পানির উচ্চতা ৭ দশমিক ৮ মিলিমিটার বৃদ্ধি পাচ্ছে বলে জানায়। তাই এখনই ঘরবাড়ি উচুকরন প্রয়োজন।’ নুরুন্নাহার জানায়, দূর্যোগকালীন করনীয়সহ বেশি বেশি বৃক্ষ রোপন জরুরি প্রয়োজন। এজন্য এপ্রজন্মের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানায় তারা।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.