সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধিঃ বাংলাদেশের মহান স্থপতি বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বরগুনার পাথরঘাটায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ আগস্ট) বিকেল ৫ টার সময় উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলায় এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কালমেঘা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সবুজ হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান।

শোক সভায় আরও উপস্থিত ছিলেন,কালমেঘা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সিদ্দিকুর রহমান,সাধারন সম্পাদক মোঃ সেলিম,৩নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল হালিম হাওলাদার,পাথরঘাটা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ফোরকান হোসেন মুন্না,পাথরঘাটা পৌর ছাত্রলীগের গনশিক্ষা বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।