সাইফুল্লাহ নাসির ,বরগুনা প্র্র্রতিনিধিঃ বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলুর ৫ম মৃত্যু বাষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ঢাকার ইস্কাটন ও সাভারের প্রায় ৪শ’ এতিমের মাঝে খাবার বিতরণ করা হয়। মধুমতি টাইলস পরিবার এবং এমপি গোলাম সবুর টুলু ফাউন্ডেশন ও স্মৃতি সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীর কবরস্থানে কবর জিয়ারত করেন স্ত্রী, কন্যাসহ পরিবারের সদস্যরা।
এ ছাড়া তাঁর নিজ এলাকা পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় ও পৌর শহরের তিনটি মসজিদে রুহের মাগফিরাতের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।