অনলাইন ডেস্ক : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে কোনো রাজনৈতিক দলের নেতা, কর্মী, সমর্থক ও প্রচারকারীদের হয়রানি ও গ্রেফতার না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।
রিট আবেদনকারী পক্ষের আইনজীবী সগীর হোসেন লিওন জানান, পুলিশের মহাপরিদর্শক, বরিশালের পুলিশ কমিশনার ও বরিশাল জেলা প্রশাসককে এ নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থীর কর্মী, সমর্থক ও প্রচারকারীরা গ্রেফতার, মামলা-হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। এসব অভিযোগে বিএনপির মেয়রপ্রার্থী মো. মজিবর রহমান সরওয়ার বুধবার হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
আপিল বিভাগের নির্দেশনা অনুসরণ না করে বরিশাল সিটি করপোরেশন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিএনপির নেতা-কর্মী-সমর্থক ও প্রচারকারীদের বৈষম্যমূলক গ্রেফতার ও হয়রানি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না- রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
স্বরাষ্ট্রসচিব, নির্বাচন কমিশন, পুলিশের মহাপরিদর্শক, বরিশালের পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার সিলেট সিটি করপোরেশন নির্বাচন নিয়েও একই আদেশ দেন হাইকোর্ট।