অনলাইন ডেস্ক : রানি মুখার্জির সঙ্গে নাকি এক সময় সম্পর্কে জড়ান অভিষেক বচ্চন। ‘বান্টি অর বাবলি’ এবং ‘যুবা’-র সময় থেকেই নাকি রানির সঙ্গে সম্পর্কে জড়ান অভিষেক। যা নিয়ে বলিউডের দুই নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন এবং রানির মধ্যে টানাপোড়েন শুরু হয়। কিন্তু, রানি এক সময়ঐশ্বরিয়ার প্রিয় বন্ধু ছিলেন জানেন?
ভারতীয় একটি সংবাদমাধ্যমের তরফে সম্প্রতি এক ভিডিও প্রকাশ করা হয়। সেখানে রানি মুখোপাধ্যায় এবং ঐশ্বর্যর একটি ভিডিও নিয়ে শুরু হয় জোর চর্চা। সেখানে ঐশ্বরিয়াকে ‘আইশু মা’ বলে উল্লেখ করেন রানি। পাশাপাশি তাঁরা দু’জনে একে অপরের প্রিয় বন্ধু বলেও উল্লেখ করেন চোপড়া ম্যানশনের বউমা। যা শুনে খুশিতে উচ্ছ্বল হয়ে যান ঐশ্বরিয়া।
এদিকে শোনা যায়, ‘চলতে চলতে’-তে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করার কথা ছিল ঐশ্বর্যর। কিন্তু, সলমন খানের ‘বেয়াড়াপনায়’ ওই সিনেমা থেকে বাদ পড়েন ঐশ্বরিয়া। আর সেখানেই ‘এন্ট্রি’ নেন রানি। যা নিয়ে প্রিয় বন্ধুর আচরণে অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন বৌ বচ্চন। সেই থেকে দু’জনের কথা বন্ধ হয়ে যায় বলে শোনা যায়।
এরপর অভিষেক এবং ঐশ্বরিয়ার বিয়েতেও সেই কারণে দেখা যায়নি রানিকে। সবকিছু মিলিয়ে, রানি মুখোপাধ্যায় এবং ঐশ্বরিয়া রাই বচ্চন এক সময় একে অপরের প্রিয় বন্ধু থাকলেও, অচিরেই সেখানে ভাঙন ধরে। জিনিউজ