দিবাকর সরকার , কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দর এলাকার লালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন বুধবার প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়।
নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মু: শওকত হোসেন তপন বিশ্বাস (ঘোড়া) প্রতীকে ৪৭৩৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো: জসিম উদ্দিন জাফর মৃধা (হাত পাখা) পেয়েছে ৩৭৭৩ ভোট তৃতীয় হয়েছেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মীর তারিকুজ্জামান তারা পেয়েছেন ৭৭২ ভোট, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সজল বিশ্বাস পেয়েছেন ৪৫১ ভোট।