অনলাইন ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকদের উদ্দেশে বলেছেন, জেলা প্রশাসকগণ টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস দমন, মাদক নির্মূলে কঠোর ভূমিকা পালন করবেন। কে কোন দল করে বা কে কার আত্মীয় তা বিবেচনায় নেওয়ার কোনো প্রয়োজন নেই। এ ক্ষেত্রে কোনো সমস্যা হলে তারা প্রধানমন্ত্রীকে এবং তার অফিসকে সরাসরি জানাবেন।
আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে তিনদিন ব্যাপী জেলা প্রশাসকদের সম্মেলন উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের কল্যাণে সরকারের গৃহীত কার্যক্রম জেলা প্রশাসকগণই মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেন। যতই পরিকল্পনা করি, কিন্তু বাস্তবায়নের মূল দায়িত্ব জেলা প্রশাসকগণের।
তিনি বলেন, ‘সরকার প্রধান হতে পারি- আমি কিন্তু জাতির পিতার কন্যা, আপনাদের সেটাও মনে রাখতে হবে’।
শেখ হাসিনা বলেন, ‘আমরা সমাজ থেকে অশুভ তৎপরতা নির্মূল করে মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে চাই।’
অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক এবং মুখ্য সচিব মো.নজিবুর রহমান বক্তৃতা করেন। মন্ত্রী পরিষদ সচিব অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।
ইত্তেফাক