অনলাইন ডেস্ক : রাজবাড়ীর পাংশায় তিন সাংবাদিককে নির্যাতনের ঘটনায় উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইনডিপেনডেন্ট টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি শামিম রেজা বাদী হয়ে পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদকে প্রধান আসামিসহ আরো ১২ জনকে আসামি করে পাংশা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকালে সাংবাদিক শামিম পাংশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ আলী বাদশা ও সাংগঠনিক সম্পাদকে সৈকত শতদলের সাথে শহরের মালেক প্লাজার সামনে একটি রেস্তরায় খাবার খেতে যান। রেস্তরার সামনে পৌঁছানো মাত্রই উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ ও তার সন্ত্রাসী বাহিনী শামিম কে ঘিরে ফেলে। এ সময় উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ তার কোমর থেকে পিস্তল বেড় করে বলে শালা বড় সাংবাদিক হইছিস। আমার বিরুদ্ধে প্রতিবেদন করিস। আজ তোকে মেরেই ফেলবো। এই বলে কিল, ঘুষি, লাথি মেরে রাস্তায় ফেলে মারধর করতে থাকে। এ সময় শামিমকে রক্ষা করতে ওই দুই সাংবাদিক এগিয়ে এলে তারও হামলার শিকার হয়। পরে স্থানীয় লোকজন ও সাংবাদিকেরা গুরুতর আহত অবস্থায় শামিমসহ ওই দুই সাংবাদিককে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।