অনলাইন ডেস্ক : জুটি হিসেবে অনন্য উচ্চতায় রয়েছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা। তাদের একসঙ্গে অভিনয় এখনও মুগ্ধতা ছড়ায় দর্শকদের মাঝে। সম্প্রতি এ দুই তারকা একসঙ্গে একটি ঈদের নাটকে অভিনয় করলেন, নাম ‘নূরুল আলমের মধুচন্দ্রিমা’। বদরুল আনাম সৌদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আরিফ খান।

নাটকটির গল্পে দেখা যাবে, নূরুল আলম ও নিশাত বেগমের বিয়ে হয়েছে মাস খানেক হয়ে গেলো। শত ইচ্ছা থাকা স্বত্তেও নানা ঝামেলায় মধুচন্দ্রিমায় যাওয়া হয়ে ওঠেনি তাদের। না যাওয়ার পেছনে আরও একটা কারণ আছে। সেটা হলো, নূরুল আলম সাহেব কিছুতেই বুঝে উঠতে পারছেন না, কোথায় যাবেন মধুচন্দ্রিমায়। শেষ পর্যন্ত এক সকালে মধুচন্দ্রিমা করতে রওনা হন নূরুল আলম ও নিশাত বেগম। কিন্তু কপাল মন্দ, ঘণ্টা দুয়েক পর হেঁটে দু’জনেই বাড়ি ফেরেন। এমন গল্প নিয়েই ‘নূরুল আলমের মধুচন্দ্রিমা’।

নাটকে নূরুল আলম চরিত্রে আফজাল হোসেন আর নিশাত বেগমের চরিত্রে দেখা যাবে সুবর্ণা মুস্তাফাকে।

আসছে ঈদুল আজহায় এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি । এটি গত ঈদুল ফিতরে প্রচারিত ‘নূরুল আলমের বিয়ে’ নাটকের সিক্যুয়াল। বিয়ে পরবর্তী নানা গল্প আর পারিবারিক ঝামেলা উঠে আসবে এতে।