নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় বাড়িতে খাটের নিচে ও টয়লেটে বস্তা ভর্তি গাঁজা রাখার অভিযোগে স্বামী ও মা’সহ আটক চন্দ্রখইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই সহকারী শিক্ষিকা মুন্নী পারভীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে তাকে বরখাস্ত করা হয়। উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ফাইজুল ইসলাম জানান, মাদক রাখার দায়ে শিক্ষিকা মুন্নী পারভীনকে সোমবার রাতে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ আটক করে। প্রাথমিক শিক্ষা অফিসের চিঠির আলোকে বুধবার থানা থেকে পাঠানো প্রতিবেদনে তার বিরুদ্ধে মাদকের মামলা ও আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর উপজেলা শিক্ষা অফিসার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর চিঠি পাঠান। এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বৃহস্পতিবার শিক্ষিকা মুন্নী পারভীনকে আটকের দিন গত ১৭ ডিসেম্বর থেকে চাকুরী থেকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। বরখাস্ত থাকাকালে শিক্ষিকা মুন্নী পারভীন শুধুমাত্র খোরাকি ভাতা প্রাপ্য হবেন বলে আদেশে উল্ল্যেখ করা হয়। উল্লেখ্য, সোমবার রাতে উপজেলার দয়ারামপুরের হাটগোবিন্দপুর গ্রামের শিক্ষিকা মুন্নী পারভীনের বাড়ি থেকে বস্তা ভর্তি সাড়ে আট কেজি গাঁজাসহ স্বামী আমির হোসেন ও মা নাসিমা বেগমসহ তাকে পুলিশ আটক করে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.