জাহিদ হাসান, কুষ্টিয়া প্রতিনিধিঃ বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মাহবুব উল আলম হানিফ বলেছেন, তারা এবার কৌশল পাল্টেছে, নির্বাচন প্রক্রিয়াকে একটি ভীতিকর পরিস্থিতি তৈরী করতে তারা এখন বিভিন্ন সরকারী কর্মকর্তাকে হুমকি দিচ্ছেন। তবে যে কোন রকমের সন্ত্রাস দমনে সরকার বদ্ধপরিকর। এই ধরনের হুমকি ধামকি দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করা যাবেনা।
আজ শুক্রবার (২১ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নে নিজের নির্বাচনী প্রচারনায় ও গনসংযোগকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় জ্বাল ব্যালট ছাপানো প্রসঙ্গে হানিফ বলেন, জ্বাল ব্যালট ছাপিয়ে তাতে সীল মেরে রেখে কেন্দ্রের পাশে রেখে দিয়ে পরিবেশ নষ্ট করতে পারে। যেখানে টাকা জ্বাল হয় সেখানে ব্যালট কেন জ্বাল হতে পারেনা, এই বিষয়টিই প্রধানমন্ত্রী বলেছেন, সাথে সাথেই মির্জা ফখরুলের রিএ্যাকশন দেখে মনে হচ্ছে তারা এমন কিছু করতেও পারে।
এসময় স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন মিছিল, স্লোগানে প্রচারনায় অংশ নেয়। বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নৌকায় ভোট চান হানিফ।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.