গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে
দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ৯ জন আহত হয়েছে। উপজেলার পানপট্রি
ইউনিয়নের তুলারাম এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত
রিয়াজ হাজী (৩০) তুলারাম এলাকার আবুল কালাম হাজীর ছেলে। আর আহতরা একই
বাড়ির কাদের হাজী (৩৫), শাহিন হাজী (২৫), নাসির হাজী (২৫), ফোরকান হাজী
(৪৫), গিয়াস উদ্দিন হাজী (৪৬), হাবিব মুন্সি (৩০), আসলাম সরদার (৫০),
মহিউদ্দিন হাজী (৩০), কাওসার হাজী (৪০)। এ ঘটনায় এজাহার নামীয় প্রধান
আসামী রফিক মেম্বর সহ ১৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পানপট্রি ইউনিয়নের তুলারাম
এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে সৃষ্ট সংঘর্ষে উভয় পক্ষের আহতরা গলাচিপা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। গুরুতর আহত রিয়াজকে উন্নত
চিকিৎসার জন্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা
হয়। শুক্রবার ভোর চিকিৎসাধীন অবস্থায় রিয়াজের মৃত্যু হয়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ জানান, ’জমিজমা
সংক্রান্ত বিরোধে সৃষ্ট সংঘর্ষে রিয়াজ নামের একজন বরিশালে চিকিৎসাধীন
অবস্থায় শুক্রবার ভোরে মারা যায়। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই লিটন হাজী
থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ এজাহার নামীয় প্রধান আসামী রফিক
মেম্বর সহ ১৩ জনকে গ্রেফতার করেছে।’