,

it-shop.Com

ভারতীয় ক্রিকেটারের স্ত্রীকে পুলিশের ‘চড়’

Spread the love

অনলাইন ডেস্ক :

জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভা জাডেজা পুলিশের হাতে লাঞ্চিত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে এই ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, গুজরাটের জামনগরের সারু সেকশন রোডে গাড়ি নিয়ে যাচ্ছিলেন রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভা জাদেজা। সেই সময়ে তার গাড়ির সঙ্গে এক পুলিশ সদস্যের বাইকে ধাক্কা লাগে। এর পরেই সঞ্জয় আহির নামে এক পুলিশ সদস্য তাকে চড় মারেন।

বিজয় সিং নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ‘ওই পুলিশ কর্মকর্তা রিভা জাডেজাকে চড় মারেন। এতেই তিনি ক্ষান্ত হননি। রিভার চুল ধরেও টানাটানি করেন তিনি। পরে পুলিশ সদস্যের এই নিষ্ঠুরতা থেকে আমরা তাকে উদ্ধার করি।

এদিকে নির্যাতনের খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নেয় গুজরাট পুলিশ। সঞ্জয় আহিরকে গ্রেপ্তারও করা হয়। এই বিষয়ে জামনগরের জেলার পুলিশ সুপার (এসপি) প্রদীপ সেজুল জানান, ‘মোটরবাইকে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গেই রবীন্দ্র জাদেজার স্ত্রীকে শারীরিকভাবে হেনস্তা করেন ওই পুলিশকর্মী। আমরা ওই নারীকে সাহায্য করছি। অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

রবীন্দ্র জাদেজার বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার হিসেবে খেলছেন।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর