,

it-shop.Com

দোকানেই পবিত্র কোরআন শেখান স্বর্ণকার

Spread the love

অনলাইন ডেস্ক : নিজ দোকানে ছাত্রদের পবিত্র কুরআন শিক্ষা দেন মেসিডোনিয়ার রাজধানী স্কোপিয়ের একজন স্বর্ণকার। নিজের দোকানে দৈনন্দিন কাজের পাশাপাশি আগ্রহী ছাত্রদের পবিত্র কুরআন পড়তে ও বুঝতে শেখান তিনি। স্বর্ণ গলিয়ে অলঙ্কার তৈরি করার সময় প্রতিদিনই নাজমুদ্দিন বুশি নামে এই স্বর্ণকার ছাত্রদের পবিত্র কুরআন পাঠের শিক্ষা দিয়ে থাকেন। তার মতে, এটি তার দ্বিতীয় প্রধান কাজ।
তিনি কারিগর পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং তার বাবা, চাচা ও ভাইয়েরা এখনো বিভিন্ন ক্ষেত্রে কারিগর হিসেবে কাজ করে থাকেন বলে আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন বুশি। তিনি বলেন, কর্মজীবনে প্রবেশের তাড়নায় তিনি স্কোপিয়ের আলাক মসজিদে শিক্ষাগ্রহণ ত্যাগ করার পর তার পক্ষে আর পবিত্র কুরআনের হাফেজ হওয়া সম্ভব হয়নি। কিন্তু তার বাবা চেয়েছিলেন তার সন্তানদের মধ্যে কেউ একজন কুরআনের হাফেজ হোক।

বুশি বলেন, ‘আমার শিক্ষাজীবনে প্রয়োজনের সময় বিভিন্নভাবে আমাকে যারা সাহায্য করেছেন তাদের কাছে আমি ঋণী। আর এই দায় থেকেই আমি শিক্ষার্থীদের পবিত্র কুরআন শিক্ষা দিয়ে থাকি।’ তিনি প্রতি বছর চার থেকে সাতজনকে পবিত্র কুরআন শিক্ষা দেন। বুশি আরো বলেন, ‘আমার কাছে সাত, আট ও নয় বছর বয়সী শিক্ষার্থী থেকে সর্বোচ্চ ৫৯ বছর বয়সী শিক্ষার্থীও আছে।’

একটি ঘটনার উল্লেখ করে বুশি বলেন, ‘একবার একজন লোক আমার দোকানে এলেন এবং ৩৫-৪০ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআন পড়তে দেখে হতাশ হয়ে গেলেন। আমরা তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে? তিনি উত্তর দিলেন, এখানে সবাই কুরআন পড়তে জানে কিন্তু তিনি জানেন না। আলহামদুলিল্লাহ, আমি গত বছর তাকে আমার শিক্ষার্থী হিসেবে নিয়েছি এবং তিনি এই বছর তার কোর্স সম্পন্ন করবেন।’

রাজনীতিক, খেলোয়াড় ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার পরিবার থেকে ছাত্ররা তার কাছে পড়তে আসেন বলে জানান তিনি।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর