,

it-shop.Com

রাজীবের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ স্থগিত

Spread the love

অনলাইন ডেস্ক : রাজধানীতে দুই বাসের চাপায় হাত হারানোর পর মারা যাওয়া রাজীব হাসানের পরিবারকে হাইকোর্টের দেওয়া এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টকে এ ঘটনায় দায়ী কে তা চিহ্নিত করতে এবং ক্ষতিপূরণ নির্ধারণে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ওই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমাদানের নির্দেশও দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

রাজীবের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, প্রতিবেদনের ভিত্তিতে রাজীবের ক্ষতিপূরণের বিষয়ে পরবর্তী সময়ে প্রয়োজনীয় আদেশ দেবেন হাইকোর্ট।
এর আগে গতকাল সোমবার রাজীবের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ও স্বজন পরিবহনের মালিককে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে আদালত আদেশের জন্য আজকের দিন ধার্য করেন।
গত ৮ মে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ রাজীবের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণের আদেশ দেন। এক মাসের মধ্যে দুই বাসের (বিআরটিসি ও স্বজন পরিবহন) কর্তৃপক্ষকে ২৫ লাখ করে ৫০ লাখ টাকা দিতে বলা হয়। টাকা জমা দেওয়ার পর ২৫ জুনের মধ্যে দুই কর্তৃপক্ষকে লিখিতভাবে আদালতকে অবহিত করতে বলা হয়। ২৫ জুন এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়। এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন জানায় বিআরটিসি ও স্বজন পরিবহন।
গত ৩ এপ্রিল রাজধানীর কারওয়ানবাজারে হোটেল সোনারগাঁওয়ের বিপরীতে পান্থকুঞ্জ পার্কের সামনে দুই বাসের চাপায় ডান হাত হারান তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব। অনেক সংগ্রাম করে বেড়ে ওঠা রাজীব ১৬ এপ্রিল মারা যান।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর