অনলাইন ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘খুলনা সিটি করপোরেশন নির্বাচনে যে পরিমাণ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন, আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে তার দ্বিগুণ ভোটের ব্যবধানে নৌকা মার্কার প্রার্থী মেয়র নির্বাচিত হবেন।’
শনিবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং আওয়ামী লীগ সরকারের ১০ বছরের উন্নয়ন চিত্র ‘দিন বদলের দিন’ মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যম আয়ের দেশে পরিনত করে বাংলাদেশকে সারা বিশ্বের কাছে যে ভাবে মাথা উচু করে দিয়েছে আমরা তা ধরে রাখতে চাই। এ জন্য শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে যেতে হবে। ফলে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই। দলের প্রতিটি কর্মীকে শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন ও অর্জনের চিত্র জনগণের কাছে বিভিন্ন মাধ্যমে তুলে ধরতে হবে।’
জেলা আওয়ামী লীগ উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সহ-সভাপতি আখতার জাহান এমপির সভাপতিত্বে এবং যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান চঞ্চলের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, সাবেক উপাচার্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক সাইদুর রহমান খান, সাবেক প্রতিমন্ত্রী জিন্নাতুন নেসা তালুকদার, সাবেক রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, জেলা কৃষক লীগের সভাপতি রবিউল আলম বাবু, রাজশাহী জেলা বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট লোকমান আলী, সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন আখতার মিতা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর