,

it-shop.Com

নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Spread the love

অনলাইন ডেস্ক : নাটোরে চাল বোঝাই ট্রলি চাপায় আজগর আলী (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া মাহবুব (২৮) নামে অপর এক আরোহী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে শহরের চকরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজগর আলী শহরের পটুয়াপাড়া মহল্লার মৃত হাজী ইসমাইল হোসেনের ছেলে। তিনি শহরের আল মদিনা মার্কেটের মালিক বলে জানা গেছে। আহত মাহবুব নাটোর সদর উপজেলার বেজপাড়া আমহাটি এলাকার সামু সরকারের ছেলে।

নাটোর থানার এসআই আব্দুল বারেক জানান, আজগর আলী ও মাহবুব দুপুরে মোটরসাইকেলে শহর থেকে হরিশপুরে যাচ্ছিলেন। পথে চকরামপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি চাল বোঝাই ট্রলি তাদের চাপা দেয়। এতে দুইজনই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে আজগর আলী মারা যান। মাহবুবকে হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও ট্রলি জব্দ করা হয়েছে।

it-shop.Com

     এই বিভাগের আরও খবর