সাইফুল্লাহ নাসির :  অস্তিত্বহী একটি ইবতেদায়ী মাদ্রাসার ভুয়া পরীক্ষার্থীর সন্ধান মিলেছে বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে।ওই পরীক্ষার্থী ২০১৭ সনে একটি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পাস করলেও অস্তিত্বহীন প্রতিষ্ঠানটির অস্তিত্ব টিকিয়ে রাখতে এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে একই পরীক্ষায় সে চলতি বছরের সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে গোজখালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে।এ ব্যাপারে গোজখালী গ্রামের জনৈক হাবিবুর রহমান আমতলী উপজেলা নির্বাহী অফিসারের কাছে ২২ নভেম্বর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।সাংবাদিকরা রবিবার সকালে পরীক্ষা কেন্দ্রটি পরিদর্শনে গেলে অংশ নেয়া দু‘পরীক্ষার্থী কৌশলে সটকে পড়ে তবে কেন্দ্রের কর্মকতাদের দাবি তারা দু‘জনই রবিবারের অংক পরীক্ষায় অনুপস্থিত রয়েছে।

অভিযোগে জানা গেছে,আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী গ্রামের তাছাউফ এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক এবং স্থানীয় নিকাহ রেজিস্টার মাওলানা গোলাম মোস্তফা জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে এবারের এবতেদায়ী সমাপনী পরীক্ষায় প্রতিষ্টানটির পক্ষে ৪ জন পরীক্ষার্থী পাঠায় এদের মধ্যে ২ জন অনুপস্থিত রয়েছে এবং অপর ২ জন এ পরীক্ষায় অংশ নিচ্ছে এদের একজন হচ্ছে রাহাত রোল নং ৪৫, পিতা- আঃ জলিল, মাতা খুশি, সে ২০১৭ সালে স্থানীয় কলাগাছিয়া ইউনুস সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাস করে যার রোল নং ৪৪। বিদ্যালয়টির প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন। কিন্তু সে এবার ওই মাদ্রাসার নামে পূনরায় অংশ নিচ্ছে।
অপর পরীক্ষার্থী রাতুল আহসান পিতা অলিউল্লাহ ও মাতা তহমিনা। সে বর্তমানে গোজখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী, দিয়েছে জেএসসি পরীক্ষাও। সেও এ প্রতিষ্ঠান থেকে অংশ নিচ্ছে প্রাথমিক সমাপনী পরীক্ষায়। অপর দু’ পরীক্ষার্থী হাফসা ও ছাদিয়া অনুপস্থিত রয়েছে।
অভিযোগকারী হাবিবুর রহমান জানান, প্রতিষ্ঠানটির কোন অস্তিত্ব নেই। নেই কোন ভবন, শিক্ষক কিংবা শিক্ষার্থী ।

এ ব্যাপারে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা গোলাম মোস্তফা বিষয়টি স্বীকার করে বলেন, আসলে কাজটি অনৈতিক এবং মাদ্রাসায় সরকারি অনুদান পাবার আশায় এটি করা হয়েছে।
মাদ্রাসাটি সরকারি অনুদান পাওয়ার জন্য আবেদন উর্ধ্বতন কর্তৃৃপক্ষের বিবেচনায় আছে বলেও জানান তিনি।

আমতলী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান জানান, বিষয়টি শুনেছি। তদন্ত করে প্রয়োনীয় ব্যবস্থা নেয়া হবে।