সাইফুল্লাহ নাসির বরগুনা প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী, তালতলী) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ওপরই ভরসা রাখতে চান এ আসনের তৃণমূল আওয়ামী লীগ ও নির্বাচিত জনপ্রতিনিধিরা।তাদের দাবি, বিএনপিসহ ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নিচ্ছে, ফলে এবারের নির্বাচনটি প্রতিদ্বন্দিতাপূর্ণ হবে।তাই এ আসনটি আওয়ামী লীগের দখলে রাখতে সিনিয়র পার্লামেন্টিয়ান ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিকল্প নেই।সে কারনেই গত ১৯ নভেম্বর বরগুনা-১ আসনে আওয়ামী লীগের ২৯ জন মনোনয়ন প্রত্যাশী শম্ভুকে সমর্থন জানিয়ে দলীয় নেত্রীর কাছে মনোনয়ন ফরম প্রত্যাহারের আবেদন জানিয়েছেন।এরপর থেকে মাঠ পর্যায়ে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পক্ষে সাধারণ ভোটাররা অনেকটা প্রকাশ্যে সমর্থন জানাতে শুরু করেছে।
বরগুনা-১ আসনে ১৯৯১,১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালের এই চারটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ।আওয়ামী লীগের ১৯৯৬ সালের সরকারের সময় উপ মন্ত্রীরও দায়িত্ব পালন করেন তিনি।এ সরকারের আমলে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতিসহ একাধিক দায়িত্ব পালন করেছেন। তাই পূর্বের ইতিহাসে বরগুনা-১ আসনে আওয়ামী লীগের রাজনীতিতে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু অনেকটাই এগিয়ে বলে মনে করেন দলের তৃণমূল নেতাকর্মীরা।
বৃহস্পতিবার রাতে গণভবনে বর্তমান সংসদ সদস্য ও বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে মনোনয়ন দেয়ার জন্য ২৯ মনোনয়ন প্রত্যাশীর পক্ষে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবর রহমান বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে এমপি শম্ভুর আমলে এলাকায় ব্যাপক উন্নয়ন, দল সুসংগঠিত ও তার ব্যাপক জনপ্রিয়তার কথা তুলে ধরেন।তিনি আরও জানান শম্ভুকে মনোনয়ন দেয়া হলে বিপুল ভোটের ব্যবধানে তার বিজয় সুনিশ্চিত।
আমতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাওড়া ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাদল খান সাগরকন্যাকে বলেন, বরগুনায় আমাদের রাজনৈতিক অভিভাবক হচ্ছেন অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। আমরা জনপ্রতিনিধিরা মনেকরি তাঁর প্রতি তৃণমূল মানুষের যে আন্তরিকতা এবং ভালবাসা রয়েছে, তাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে তাকে মনোনয়ন দেয়া হলে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে।
তালতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিশান বাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দুলাল ফরাজী বলেন, বর্তমান সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তালতলীবাসীকে যা দিয়েছেন, তাঁর কাছে আমাদের আর কিছু চাওয়া পাওয়ার নেই। এক্ষেত্রে বর্তমান সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ব্যাপক ভূমিকা রয়েছে।তাই এবারের নির্বাচনে শম্ভুকে নৌকা প্রতীক দেয়া হলে তালতলীবাসী ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবে।
সদর উপজেলার ১০নং নলটোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির বলেন, বরগুনায় ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ব্যাপক জনপ্রিয়তা এবং ভোট রয়েছে। তিনি পুন:রায় মনোনয়ন পেলে সাধারণ মানুষের ভালবাসায় পঞ্চমবারের মতো নির্বাচিত হবেন।
আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান সাগরকন্যাকে বলেন, আমতলী উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং দলীয় নেতাকর্মীরা অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পক্ষে সমর্থন জানিয়েছি। আমাদের দাবি, মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাবাহিকতা ধরে রাখার স্বার্থে এ আসনে শম্ভুকেই দলীয় মনোনয়ন দিবেন।
বরগুনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ শাহাদাত হোসেন বলেন, বরগুনার উল্লেখযোগ্য উন্নয়ন ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর হাত ধরেই হয়েছে। তাই বরগুনার উন্নয়নের স্বার্থে সাধারণ মানুষ পুন:রায় তাকেই নির্বাচিত করবেন এটা আমাদের পত্যাশা।
অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সাগরকন্যাকে বলেন, বরগুনা হচ্ছে দ্বিতীয় গোপালগঞ্জ।এখানকার আওয়ামী লীগ খুবই শক্তিশালী।জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত দশ বছরে বরগুনায় ব্যাপক উন্নয়ন হয়েছে, আরও বেশকিছু মেগা উন্নয়নমূলক কার্যক্রম চলমান আছে, যা বাস্তবায়ন হলে অল্প কিছুদিনের মধ্যেই বরগুনার চিত্র আমূল বদলে যাবে। আসন্ন নির্বাচনের বিষয়ে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা এ আসনে যাকে মনোনয়ন দিবেন, তার পক্ষেই আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। অন্য কোন বিকল্প আমাদের ভাবার সুযোগ নেই।