কাব্য সুলতানা : দেশের সবচেয়ে বড় সাহিত্য উৎসব ‘ঢাকা লিট ফেস্ট’-এর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ৮ নভেম্বর বাংলা একাডেমি চত্বরে শুরু হতে যাচ্ছে এই উৎসব। তিন দিনব্যাপী এই আয়োজন শেষ হবে ১০ নভেম্বর। ৮ নভেম্বর বেলা ১০টায় এই আয়োজনের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। আজ সোমবার বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে এই ঘোষণা দেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঢাকা লিট ফেস্টের তিন পরিচালক কথাসাহিত্যিক এবং বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের প্রকাশক কাজীআনিস আহমেদ, কবি সাদাফ সায্ সিদ্দিকী ও কবি আহসান আকবর। এছাড়া বাংলা একাডেমির প্রশাসনিক পরিচালক ড. মুজাহিদ, টাইটেল স্পন্সর বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল ও ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, ব্র্যাক ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জারা মাহবুব খান উপস্থিত ছিলেন।
উৎসব সর্বসাধারণের জন্য উন্মুক্ত। উৎসবের তিনদিনে ৯০টির বেশি সেশন অনুষ্ঠিত হবে। এখানে শুধু সাহিত্য নয় আর্ট, ফটোগ্রাফি, ফিল্ম সব কিছুরই প্রদর্শনী থাকছে। এবার নারীকে তুলে ধরার পরিকল্পনা করেছে আয়োজকরা। নন্দিতা দাশের ছবি, ছয় নারী কবি, রোহিঙ্গা নারীদের কথা, নারী বাউল শিল্পীসহ নারীদের সরব উপস্থিতি থাকবে। আমাদের ঐতিহ্য ‘গল্প বলা’, সেই ঐতিহ্যকে সামনে রেখে শিশুদের জন্য নানা আয়োজন করা হয়েছে- এর মধ্যে মিতালি পারকিন্সের রিকশা গার্ল অন্যতম। রবীন্দ্রনাথের জুতা আবিষ্কার নিয়ে আছে গল্পবলা। কবি কামাল চৌধুরী একটি ভাষা নিয়ে ২০ ভলিউমের কাজ করছেন। সেটির একাংশ নিয়ে আলোচনা করবেন তিনি।
উল্লেখ্য, বরাবরের মতো দেশ-বিদেশের দুই শতাধিক সাহিত্যিক, অভিনেতা, রাজনীতিবিদ, গবেষক, সাংবাদিক এ অনুষ্ঠানে অংশ নেবেন। এ বছরেরঅংশগ্রহণকারীদের তালিকা ইতিমধ্যে লিট ফেস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিশ্বের ২৫ দেশের দুই শতাধিকের বেশি সাহিত্যিক, বক্তা, পারফর্মার এবং চিন্তাবিদ এই তিন দিনের আয়োজনে অংশ নেবেন। এবারের লিট ফেস্টেআলোচনা, পারফরম্যান্স চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজনে শতাধিক সেশন থাকছে। আরও আছে আনপ্লাগড মিউজিক কনসার্ট। সম্ভাব্য সেশনের আনুষ্ঠানিক তালিকা ইতিমধ্যেই লিট ফেস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশে সাহিত্য জগতে স্বনামধন্য ‘জেমকন সাহিত্য পুরস্কার’ লিট ফেস্টের দ্বিতীয় দিনে ঘোষণা করা হবে। একইদিনে লঞ্চ করা হবে ক্যাম্ব্রিজ সর্ট স্টোরি প্রাইজ।
ঢাকা লিট ফেস্টে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন চলছে এই ঠিকানায় https://www.dhakalitfest.com/register/ । উৎসবের শেষদিন পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন।