মোঃ লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে ১৩জন দুঃস্থ্য মহিলাদের মাঝে ১৩টি সেলাই মেশিন বিতরন করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে গুরুদাসপুর পৌসভা চত্বরে জেলা পরিষদের অর্থায়নে ওই সেলাই মেশিন বিতরন করা হয়েছে। জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য শেফালী আকতার বিজলীর সহযোগিতায় উপজেলা আওয়ামীগের সাধারন সম্পাদক পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লার নেতৃত্বে ওই সেলাই মেশিন বিতরন কার হয়। ওই সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, অধ্যক্ষ ইব্রাহিম হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, পৌর যুবলীগ সভাপতি তাহের সোনার, কাউন্সিলর শফিকুল ইসলাম মল্লিকসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।