অনলাইন ডেস্ক : মেক্সিকোকে নকআউট পর্বে হারানোর পর নেইমার বলেছিলেন, ‘তারা অনেক বেশি কথা বলেছিল, সেজন্য এখন বাড়ি ফিরে গেছে।’ নিজের বিরুদ্ধে মেক্সিকান খেলোয়াড়দের বিদ্রুপাত্মক বক্তব্যের জবাবে নেইমার ওই কথা বলেছিলেন।
ব্রাজিলিয়ান তারকার এই কথার জবাব দিতে যেন তক্কেতক্কে ছিলেন মেক্সিকোর মিডফিল্ডার আন্দ্রেস গুয়ার্দাদো। শুক্রবার (৬ জুলাই) রাতে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় যেন মোক্ষম সুযোগ পেয়ে গেলেন।
পাল্টা খোঁচা দিয়ে দিলেন নেইমারকে। বললেন, ‘এখন কারা বাড়ি যাচ্ছে?’
বিশ্বকাপের শেষ ষোলোতে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-মেক্সিকো। নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে সেদিন ২-০ গোলে হারতে হয় মেক্সিকোকে। বিশ্বকাপজুড়ে ফাউলের শিকার হয়ে নেইমারের প্রতিক্রিয়া বেশ আলোচনার ঝড় তোলে। কেউ কেউ বলেও ফেলেন, ‘বাড়াবাড়ি করেন নেইমার।’
তারই ধারাবাহিকতায় গুয়ার্দাদো নকআউট ম্যাচের আগে নেইমার প্রসঙ্গে বলেন, ‘নেইমারকে আমরা সবাই চিনি। এটা আমাদের বিচারের বিষয় নয়। রেফারি এবং ফিফার কাজ। তবে তার (নেইমার) খেলার স্টাইল খুব ভালোভাবে দেখতে হবে। কারণ ফাউলের সময় সেটাকে নেইমার অতিরঞ্জিত করে তোলেন। তিনি বারবার পড়ে যেতে পছন্দ করেন। কিন্তু আমি এটা আবারও বলি যে, এটা তার খেলার স্টাইল। আর এটা বিচার করার দায়িত্ব শেষ পর্যন্ত অফিসিয়ালদের। আমাদের নয়।’
ম্যাচ শেষে গুয়ার্দাদোকে জবাব দিয়ে নেইমার বলেন, ‘অনেকেই খুব বেশি কথা বলে। যারা এটা করে তারা অনেকেই বাড়ি ফিরে গেছে।’
নেইমারের ওই মন্তব্যে এতোদিন ধরে হাঁসফাঁস করছিলেন যেন গুয়ার্দাদো। কবে সুযোগ পাওয়া যায়, কবে সুযোগ আসে। শুক্রবার বেলজিয়ামের বিপক্ষে ব্রাজিল হেরে যাওয়ার পর মেক্সিকান এ তারকা যেন বিস্ফোরিত হন, সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সটাগ্রামে এক পোস্টে নেইমারদের খোঁচা দিয়ে তিনি লেখেন, ‘এখন কারা বাড়ি যাচ্ছে?’