পটুয়াখালী প্রতিনিধি : জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন
হাওলাদার এমপি বলেছেন, ’আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি
নিচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে বাদ দিয়ে বাংলাদেশে কোন জোট হতে
পারে না। জাতীয় পার্টি জোটবদ্ধ ভাবে নির্বাচন করতে চায়। কোন কারনে যদিজোট না হয় তাহলে ৩০০ আসনে দলীয় প্রার্থী দেবে জাতীয় পার্টি। আগামী সংসদে জাতীয় পার্টির কমপক্ষে ১০০ এমপি থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।’

তিনি আরও বলেন, ’একটি সুন্দর দেশ ও সমাজ নির্মানের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচন অত্যন্ত জরুরী বলে মন্তব্য করেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করবে জাপা। নির্বাচন একক হবে নাকি জোটবদ্ধ হবে তা সময় মতো দলের চেয়ারম্যান হুসেইন মোহম্মদ এরশাদ ঘোষনা করবেন। কোন দল নির্বাচনে আসলো, কোন দল আসলোনা সেটা জাতীয় পার্টির দেখার বিষয় নয় বলেও তিনি উল্লেখ করেন।’

শুক্রবার (০৬জুলাই) শেষ বিকেলে পটুয়াখালী শের-ই-বাংলা কমিউনিটি সেন্টারে জেলা জাতীয় পার্টি আয়োজিত পটুয়াখালী, মির্জাগঞ্জ ও দুমকী উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সাধারন সম্পাদকদের নিয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তনি এসব কথা বলেন। জেলা জাতীয় পার্টির সভাপতি সুলতান আহমেদ হাওলাদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়। মতবিনিময় সভায় জেলা জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।