অনলাইন ডেস্ক : বলিউডে এখন সিকুয়েল ছবির তৈরির হিড়িক চলছে। এবার সেই খাতায় যোগ হচ্ছে ২০১৬ সালের হিট ছবি ‘এসএম ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’র দ্বিতীয় পর্ব।

জানা গেছে, ধোনির চরিত্রে রূপদানকারী অভিনেতা সুশান্ত সিং রাজপুত আবারও এই ছবিতে ধোনির ভূমিকায় অভিনয় করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধোনির বায়োপিক ছবির দ্বিতীয় পর্বে তার জীবনের জানা-অজানা নানা তথ্য থাকবে। এ বছর টি-টোয়েন্টিতে বেঙ্গালুরুর বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের দুর্দান্ত জয়ের বিষয়টিও দেখানো হবে এই ছবিতে।

ধোনির নেতৃত্বে ভারত যেভাবে ২০১১ সালে বিশ্বকাপ জয় করে ছবিতে থাকবে সেই গল্পও। পাশপাশি উঠে আসবে ধোনির ব্যক্তিগত জীবনের নানা তথ্য। ছবিতে ধোনির জীবনের অনেক বিতর্কিত বিষয়ও তুলে ধরা হবে।

নীরজ পান্ডে পরিচালিত ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ ছবিটি ২০১৬ সালে বক্স অফিসে ২১৬ কোটি রুপি ব্যবসা করে। সে কারণেই ছবিটির সিকুয়েল তৈরির পরিকল্পনা চলছে। তবে ছবিটির দ্বিতীয় পর্ব পরিচালনায় নীরজ পান্ডেই থাকবেন কি-না তা জানা যায়নি। সূত্র: জিনিউজ