কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মিলন
সরকার ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক নিহার রঞ্জন সরকার মিল্টন’র পিতা আবসর প্রাপ্ত স্কুল শিক্ষক রামেশ্বর সরকার ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। বার্ধক্যজনিত কারনে শুক্রবার সন্ধ্যা ৬টা পঞ্চাশ মিনিটে নিজ বাসভবনে তিনি ইহলোক ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে
গেছেন। শুক্রবার রাতে নিজ বাড়ীতে তার অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। তার
মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিবৃতি দিয়েছে
কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ উপকূলীয় সাংবাদিক ফোরাম, মহিপুর
প্রেসক্লাব, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কলাপাড়া উপজেলা শাখা।