রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত নেইমারের নামের পাশে দুই গোল বসেছে। কোস্টারিকার বিপক্ষে শেষ সময়ে গোল পাওয়ার পর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চেনা রূপে দেখা গেছে নেইমারকে। তবে তিনি সমালোচিত হয়েছেন ট্যাকলের শিকার হয়ে মাঠে গড়াগড়ি খাওয়ার কারণে। আর এ কারণে তিনি মাঠে কতক্ষণ পড়েছিলেন, কতবার ট্যাকলের শিকার হয়েছেন তার একটি হিসাব দাঁড় করিয়েছে সংবাদ মাধ্যম।

নেইমার অবশ্য তাকে ট্যাকলের বিষয়ে বলেন, ‘খেয়াল করে দেখুন আমাকে অন্য যে কারো থেকে বেশি ট্যাকল করা হয়েছে। আমি মাঠে শুধু আমার খেলাটা খেলতে চাই এবং আমার সতীর্থদের সহায়তা করতে চাই। আমি দলের হয়ে জিততে চাই। আমার মনে হয় আমি প্রতিনিয়ত উন্নতি করছি।’

নেইমার এ পর্যন্ত রাশিয়া বিশ্বকাপে চারটি ম্যাচে মাঠে নেমেছেন। এই চার ম্যাচে তিনি ট্যাকলের শিকার হয়েছেন ২৩ বার। নেইমারের পরে আছেন আর্জেন্টিনা তারকা মেসি। তিনি ট্যাকলের শিকার হয়েছেন ১৫ বার। মেসি খেলেছেন তিন ম্যাচ। চার ম্যাচে ২৩ বার ট্যাকলের শিকার হয়ে নেইমার মাঠে যত সময় পড়ে ছিলেন তা মোট ১৩ মিনিট ৫০ সেকেন্ড।

ম্যাচ প্রতি হিসেবে করলে নেইমারের মাঠে ট্যাকলের শিকার হয়ে পড়ে থাকার দরুণ প্রায় সাড়ে তিন মিনিট করে সময় নিয়েছেন। এছাড়া মেক্সিকোর বিপক্ষে তিনি মাঠে ট্যকালের কারণে সময় নিয়েছেন পাঁচ মিনিট ৩০ সেকেন্ড। বেলজিয়ামও নিশ্চয়ই নেইমারকে ট্যাকল করার পথে হাঁটবে। তাতে আখেরে লাভ বেলজিয়ামেরই। কেননা, ম্যাচ টাইব্রেকারে গড়ালে তাতে বেলজিয়ামের জয়ের সুযোগ থাকবে অন্তত ৫০ ভাগ! ব্রাজিল-বেলজিয়াম ম্যাচটি শুক্রবার কাজানে রাত ১২টায় অনুষ্ঠিত হবে।