অনলাইন ডেস্ক :`‘হিট’ হওয়ার সব রশদই ছিল ছবিটিতে! বলিউডের আলোচিত অভিনেতা সঞ্জয় দত্তের জীবনী, ক্যামেরার পেছনে নামজাদা নির্মাতা রাজকুমার হিরানী আর পর্দায় ‘রকস্টার’ তারকা রণবীর কাপুরÑ সব মিলিয়ে যাকে বলে পারফেক্ট কম্বিনেশন। এ কারণেই ধারণার বাইরে চলে গেল ছবির আয়। ‘হিট’ থেকে ছবিটি পেল ‘ব্লকবাস্টার হিট’-এর তকমা। বলছি ‘সঞ্জু’র কথা। ২৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সব চুরমার করে ইতিহাস গড়ে চলছে ছবিটি। মুক্তির প্রথম তিন দিনে এটি বক্স অফিসে সেঞ্চুরি করে (১২০ কোটি ৬ লাখ রুপি)। গতকাল পর্যন্ত ছবিটি ভারতে আয় করেছে ১৬৭.৫১ কোটি রুপি।
বলিউডে এর আগে তিন দিনে ১০০ কোটি রুপি আয় করে প্রভাসের ‘বাহুবলী টু : দ্য কনক্লুশন’, আমির খানের ‘দঙ্গল’ ও ‘ধুম থ্রি’, সালমান খানের ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’, ‘প্রেম রতন ধন পায়ো’ ও ‘রেস থ্রি’, শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ এবং দীপিকা পাড়–কোনের ‘পদ্মাবত’। মুক্তির প্রথম তিন দিনের সম্মিলিত আয়ের দিক দিয়েও সবকটিকে ছাড়িয়ে গেছে ‘সঞ্জু’। আগের রেকর্ডটি ছিল ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির (১১৪ কোটি ৯৩ লাখ রুপি)। এক্ষেত্রে ২০১৮ সালের হিসাব করলেও সব ছবি ‘সঞ্জু’র পেছনে। ১১৪ কোটি রুপি নিয়ে এর নিচে আছে ‘পদ্মাবত’। আর সল্লুর ‘রেস থ্রি’ তিন দিনে আয় করে ১০৬ কোটি ৪৭ লাখ রুপি।

চিত্র সমীক্ষকদের মতে, রণবীর কাপুর অভিনীত এই ছবিটি আবেগ ও জোরদার অভিনয়ে ভরপুর। তাই দর্শককে এক মুহূর্তের জন্য বোর করবে না ‘সঞ্জু’। ছবিতে রণবীর কাপুরের পাশাপাশি ভিকি কৌশলের অভিনয় ভীষণভাবে প্রশংসিত হয়েছে। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিয়া মির্জা, মনীষা কৈরালা, আনুশকা শর্মা, পরেশ রাওয়াল প্রমুখ।
রেকর্ড ভাঙল ‘বাহুবলী টু’র
ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের আলোচিত ছবি ‘বাহুবলী টু’। সেই ছবির গড়া এক দিনের সর্বোচ্চ আয়ের রেকর্ড ভেঙেছে ‘সঞ্জু’। মুক্তির প্রথম দিনে ৩৪ কোটি ৭৫ লাখ রুপি, দ্বিতীয় দিনে ৩৮ কোটি ৬০ লাখ রুপি এবং তৃতীয় দিনে ‘সঞ্জু’র ঘরে আসে ৪৬ কোটি ৭১ লাখ রুপি। হিন্দি ছবির ইতিহাসে এর আগে এক দিনে সর্বোচ্চ ৪৬ কোটি ৫০ লাখ রুপি আয় করে রেকর্ড গড়েছিল এসএস রাজামৌলির ‘বাহুবলী টু’।
নিন্দুকরা চুপ!
বরুণ ধাওয়ান, টাইগার শ্রফ এমনকি তরুণ অভিনেতা কার্তিক আরিয়ানের ছবিও বক্স অফিসে বাজি মেরে দিল। অথচ সিংহাসনে বসে যার রাজপাট চালানোর কথা, সে কিনা পরপর ফ্লপ দিচ্ছে! কিন্তু রণবীর কাপুরের ক্যারিয়ার তো এমন হওয়ার কথা ছিল না। ‘সঞ্জু’ দিয়ে তিনি এবার নিন্দুকদের চুপ করিয়ে দিলেন। অনেকে তো এটাও বলছেন, সঞ্জয় দত্তর জীবনের পরতগুলো রণবীর ছাড়া আর কেউ অতটা নিখুঁত করে তুলে ধরতে পারতেন না।
২৪ ঘণ্টা প্রেক্ষাগৃহ খোলা
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে দুবাইয়েও মুক্তি পেয়েছে ‘সঞ্জু’। ছবিটি দেখতে সেখানকার প্রেক্ষাগৃহের বাইরে দর্শকের প্রচুর ভিড় জমছে। যার কারণে বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে ধারণা করছিল কর্তৃপক্ষ। তাই তারা শনি ও রবিবার ২৪ ঘণ্টা প্রেক্ষাগৃহ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।
তারকাদের ভূয়সী প্রশংসা
‘সঞ্জু’ নিয়ে তারিফ যেন থামছেই না! সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় তারকারা ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন। নির্মাতা করণ জোহর লিখেছেন, ‘আমাদের সময়ের মূলধারার এক নম্বর ছবি এটি। একজন মানুষের আবেগময় ও রোলারকোস্টার জীবনকে নির্দিষ্ট সময়ের মধ্যে নিপুণভাবে তুলে ধরা হয়েছে এতে।’ দুই অভিনেতা রণবীর কাপুর ও ভিকি কৌশলের জন্য বিশেষ বার্তাসহ টুইটারে সুপারস্টার আমির খান লিখেছেন, “ভালো লেগেছে ‘সঞ্জু’। বাবা ও ছেলের এবং দুই বন্ধুর মন ছুঁয়ে যাওয়া গল্প এটি। রণবীর অসাধারণ আর ভিকি আমার মন কেড়েছে। এমন ছবি বানানোর জন্য রাজকুমার হিরানীকে ধন্যবাদ।’’ রণবীরের অভিনয় দেখে মুগ্ধ বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। ঋষি কাপুরকে উদ্দেশ করে তিনি বলেন, ‘কী অসাধারণ অভিনয়! রণবীরকে নিয়ে তোমার (ঋষি কাপুর) গর্ব হবে। আর নিতু সিং (রণবীরের মা) তো আনন্দে কেঁদে ফেলবে।’ নির্মাতা সুভাষ ঘাই লিখেছেন, ‘হৃদয়ছোঁয়া একটা ছবি দেখলাম। সত্যিকারের সঞ্জয় দত্তকে পাওয়া যায় এখানে।’ রণবীরের প্রশংসার পঞ্চমুখ তার প্রেমিকা আলিয়া ভাট। তিনি লিখেছেন, “সঞ্জু’ চমৎকার ও অসাধারণ ছবি। আমার সেরা ১০ ছবির তালিকায় থাকবে এটি। এতে রণবীর অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে।’’ নারী নির্মাতা মেঘনা গুলজারের মন্তব্য, ‘রাজকুমার হিরানি তার অতুলনীয় ঢঙে জটিল একটি জীবন তুলে ধরেছেন এ ছবিতে। রণবীরের প্রতিভা কল্পনাতীত। চরিত্র ফুটিয়ে তোলার ক্ষেত্রে ভিকি কৌশল দুর্দান্ত।’