This handout video grab taken from footage released by the Royal Thai Navy on July 4, 2018 and taken on July 3 shows members of a Thai youth football team (R), some wrapped in portective foil blankets, sitting with a diver (L) inside the Tham Luang cave in Khun Nam Nang Non Forest Park in Mae Sai district, Chiang Rai province. The new video released on July 4 filmed in the bowels of a northern Thai cave showed members of a trapped football team laughing as they greet the camera to say they are in good health after their astonishing discovery by divers. / AFP PHOTO / ROYAL THAI NAVY / Handout / -----EDITORS NOTE --- RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO / ROYAL THAI NAVY" - NO MARKETING - NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS

অনলাইন ডেস্ক : গুহায় আটকে থাকা ১২ ক্ষুদে ফুটবলারের সঙ্গে থাকার আগ্রহ প্রকাশ করেছেন দুই চিকিৎসক।

মঙ্গলবার ১০ দিনের দিন প্রথমবারের মতো খাবার ও ওষুধ পেয়েছেন। সাতজন ডুবুরি তাদের কাছে এসব খাদ্য পৌঁছে দেন। তবে এতদিন খাবার না খেয়েও শারীরিকভাবে সুস্থ আছে ওই কিশোররা এবং তাদের কোচ।

একজন ডাক্তার এবং একজন নার্স গুহায় আটকেপড়া দলটির সঙ্গে দেখা করেছেন।

ইতিমধ্যে একটি ভিডিওবার্তায়তারা ভালো আছেন বলে জানিয়েছেন। ভিডিওতে দেখা যায়, তারা হাসছে আর এক এক করে নিজেদের পরিচয় দিচ্ছে।

থাইল্যান্ডের উত্তরে ওই গুহার মধ্যে প্রায় নয়দিন ধরে আটকে থাকার পর তাদের সন্ধান পায় উদ্ধারকর্মীরা। একটি ফুটবল সেশন শেষে কোচের সঙ্গে গুহার মধ্যে গিয়েছিল ওই ১২ কিশোর।

এর পর তাদের খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু তাদের উদ্ধারে কয়েক মাস লাগতে পারে। তাদের হয় ডুবসাঁতার শেখাতে হবে অথবা পানি কমার অপেক্ষায় থাকতে হবে। বিবিসি