‘অনলাইন ডেস্ক :.ধাড়ক’-এর প্রোমোশনাল ট্যুর চলাকালীন জাহ্নবী কাপুর ইনস্টাগ্রামে গত সোমবার নিজের একটা ছবি পোস্ট করেন যা কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়। যেখানে বেশির ভাগ মন্তব্যই ছিল এমন, ‘জাহ্নবী তাঁর মা শ্রীদেবীর কার্বন কপি’। একজন অনুরাগী এ-ও লেখেন, ‘আমি আপনার মধ্যে দিয়ে শ্রীদেবীকে দেখতে পাচ্ছি’।

অন্য একজন লেখেন, ‘আপনার মা আপনার মধ্যেই আছেন। পুরোপুরি শ্রীদেবী।’ আর একজন ইনস্টাগ্রাম ইউজার লেখেন, ‘মায়ের মতোই এক্সপ্রেসিভ চোখ আপনার’।

শ্রীদেবী এবং বনি কাপুরের দুই সন্তানের মধ্যে বড় জাহ্নবী এবং ছোট খুশি। জাহ্নবী কাপুরের প্রথম বলিউড সিনেমা ‘ধাড়ক’ আগামী ২০ জুলাই মুক্তি পাবে।

লখনউতে ‘ধাড়ক’ -এর প্রোমোশন চলাকালীন জাহ্নবী ছবিটা ইনস্টাগ্রামে শেয়ার করেন। জাহ্নবী তাঁর স্টাইলিস্ট সাজের ছবি বিস্তারিতভাবে শেয়ার করেন। জাহ্নবী একটা রিতিকা মিরচন্দানি পোশাক এবং মোটিফস বাই সুরভী দিদয়ানির স্টেটমেন্ট রূপোর গয়না পরেছিলেন।

শশাঙ্ক খইতান পরিচালিত ‘ধাড়ক’ ছবিতে জাহ্নবীর সঙ্গে ইশান খাত্তার অভিনয় করেছেন।